কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মােড়ে শুক্রবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল, বাম হাতে অংশবিশেষ ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি মুরতুজা হাসান এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ার পাঁচ বাস্তাব মােড়ে নির্মণারীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে সমগ্র বাঙ্গালী জাতিস্বত্বার উপর আঘাত করা হয়েছে। বিজযের মাসে এ ধরনের ঘটনা বাঙ্গালী জাতির জন্য একটি অশনিসংকেত।
দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এধরনেব ন্যক্কারজনক ও গর্হিত অপরাধের সাথে যারা জড়িত তাদের অতিদ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

46 total views